কতকাল বয়ে বেড়াব ঘুসঘুসে জ্বর... সংক্রমণ?
কতকাল বয়ে বেড়াব তোমার 'আমি'


কতবার স্পর্শবিহীন
উদ্ভিদ
অতলে তল দেখব  সর্পগন্ধা শেকড় দিয়ে...


বৃত্তও অন্তে গিয়ে হয়েছে শুধুই গরমিল
শব্দ নেই
ছেলেখেলা করে না কেউ
শুধু পড়ে আছে  ধ্বনিমোহ
আর
বিকেল মিশিয়ে
মন্দিরে যাওয়ার অন্ধকার রাস্তাটুকু


সেও তোমার মতই সন্তপ্ত