কুয়োতলার মরবিড ঘ্রাণ, হাওয়ারা লুকিয়ে থাকে বাতাসের  কান্না যেদিকে  
ছায়ার  ভ্যানগুলো শুঁকে গেছে  রাস্তার মাদিকুকুরগুলো,


আমার টিনের চালে আজ খাজুরাহো’র প্রণয়ী জ্যোৎস্না
বৃষ্টিগন্ধী হাওয়ায় উড়ে
মারমেইডের বাঁশি ,
সমস্ত  স্মৃতিচারণ অলপ্পেয়ে একসময় থমকে যায়
উলটানো দাবার ছকে,


শোকের পর তন্দ্রা নামে...
একমাত্র ঘুম এসে কিস্তিতে নিভিয়ে দেয়
বারবেলার চিতা,


ঘুম একপ্রকার আঠালো পদার্থ
কোনরকম জ লী য় ভাব ছাড়াই।