ছোট-বড় অনেক স্বপ্নকে গেঁথে রাখতাম মাশরুমের মত
টুথপিকে,
স্বপ্নগুলোও রুপান্তরকামী মানুষের মত!
তুমি-আমি আমি-তুমি  মিথোজীবী সম্পর্কের এই ভিত
নাড়িয়ে দিয়ে গেল রূঢ় বাস্তবতা।
লাইলাকলতায় পা কেটেছি
হাজার লোকের মরণ একাই মরছি রোজ,
তোমাকে কিছু দেওয়ার মত নেই
কান্নাটুকু ছাড়া।




*লাইলাক-
(বেলির মত সুগন্ধি লতানো গুচ্ছ ফুল,কবি এলিয়ট একে জীবনের সঞ্জীবনী বলে মনে করতেন)