সত্যের চেয়েও বেশি গা ছমছমে নীলাভ
অন্ধকার।
লাল লন্ঠন রেখে গেছে কেউ কানা-উঁচু দাওয়ায়
আমি কি জ্বালাতে পারি ?
জ্বালাতে পারি কি আমি ?
দেখাতাম সহর্ষ মুখ তাকে
শোনাতাম
নিরীহ কৃষককাহিনী যা আজও সাহিত্যবাসরে গল্প হয়ে উঠল না।


আকাড়া ধানগন্ধের ভেতর,ফুটে উঠে অধ্যাত্ম চরাচর ...


ইশ্বর নন, সিলুয়েটে
অপরাজিত নায়ক আমার কোনো খর্বকায় কিষাণ