কীভাবে বলি তোমাকে অথবা নিজেকে-
দূরত্ব একটা অজুহাত
ঝরাপাতাকে নিয়ে ছুটছে দুনিয়ার রঙ।
মারমুখী ছুটছে নানাবয়সী  ছেলের দল,    আক্রান্ত ঘুড়িটি  উড়ছে
যেন অটিস্টিক কোনো শিশুর ছোঁয়া পেতেই।


আমার স্নায়ুতন্ত্র সাড়া দিচ্ছে না সেভাবে ।
সম্পর্কের পাঁজরে এসেও  শ্লথ হয়ে আছে ছুরিটি,
ঢুকবে কি ঢোকানো যাবে  না এমন...


নিউরনে কষ্ট জেগে ওঠা এখন সামুদ্রিক নিরাময়।