অসমাপ্ত কবিতাদের জড়িয়ে রাখে রাত সূক্ষ্ম আলেয়ার মত,
ভাবিনি কখনও
ভুল অন্তমিলের কষ্ট দীর্ঘশ্বাসই বাড়ায় শুধু।
বাসি উপমায় কোঁচড়ভর্তি,
ভেবেছিলাম যা বলা যায় না, লেখা সহজ!
অথচ ভালোবাসার দিনে
আমাদের থ্যাঁতলানো জিভে
অসাড় যান্ত্রিক ভাষার রুমাল গুঁজে দিয়ে পালায় কেউ!
যেমন করে ছুটির বিকেল বলে  রোদ্দুর পালায়।

যতি ভেঙে ভেঙে পিচরাস্তায় নেমে আসা ফিকে আঁধার কতই না মলিন!
___________________________________