বিগত বর্ষায় চিনির বয়ামে দু-চারটে মরা পিঁপড়ে ছাড়া
            আর কোন হত্যা নেই আমার।


খুন-খারাপির থেকে বহুদুরে হয় তল্লাশি,   নিজের সত্য ঢেকে
গালগল্পে পড়শীর মিথ্যে বড্ড বেশী ভালো লাগে যাদের
যারা নীচু হয়ে খোঁজে  গোলাপের ভার্জিনিটি,
কচুরীপানার চাইতে  কাদাজল
তাদের প্রতি আগ্রহ নেই আমার।


শোক  পেরিয়ে সান্ত্বনা,   অতঃপর রাত্রিবাস আমার
শুয়ে শুয়ে চাঁদ রচনা করে
              মসলন্দ মাদুরে...
ধনেপাতার সাথে    কব্জি-ডোবানো লাল মাংস-রুটি,
আমার বিরহ ঘুম , তপস্যা,ব্রতী রাত পেরোলেই
লক্ষ মাইল দূরে সুর্য অনুকূল হাসে,
              মঠের  সকাল শুরু জীবনপ্রবাহে ...