যদি বলি
শালমগ্ন সাঁঝের মত
দাঁড়িয়ে থাকার অবকাশ আমার ভাগ্যে নেই।
চারদিকে এত এত শীতার্ত, এই শীতে আমার মতে
প্রকৃত পীড়িত কেউ নেই।
আগুন দিতে চাইলে বলে, প্রতিশ্রুতি দাও
মুখাগ্নি পর্যন্ত একসাথে বাঁচব।
মোমো কর্নারের ঝাঁপফেলা দোকানের আশ্রয়ে  দাঁড়িয়ে বলে
বাস্তবিক নৈকট্য দাও
নরকেও স্বর্গের অনুভূতি নিয়ে,থাকব।
প্রকৃতপক্ষে এই শীতে  তৃষ্ণার্ত কেউ নেই, জল চাইতে এলে
নাহয় এক সমুদ্রই উপহার দিতাম তাকে
ডুবে মরার জন্য।


........................