মেঘ-ভেজা শরীরে বৃষ্টি এক প্রবণতা।
উপসর্গ মাত্র...,


জানি না নৈঃশব্দের কোন হাত আছে কিনা ---
যতদূর টেনে নিয়ে যায় ,
ততদূর এক   বন্ধনপথ ...


এই যে সময়ের গাঢ়
এর ভান  বোঝাও  দুষ্কর!


শুধু অন্তরালে আত্মার মেঘ ডেকে যায়
মাটির ঠোঁট ভেজায় প্লেটোনিক চুম্বনে  ...


এও এক প্রবণতা
নিরঙ্কুশ  প্রেমের ...