#
নদী জানে নিরাকার   সম্প্রসারণ ...
দুপাশে ছড়িয়ে  যেতে যেতে...ক্রমশ সন্ধানহীন!


হাল-ভোলা  মাঝির অবুঝ ঘরে ফেরা দেখি।


#
ভ্রমরবিন্দুতে মিলিয়ে যাওয়া  নৌকাটি
চলে গেলে জলের উপর পড়ে থাকে তার  আঁকিবুঁকি...


চারকোলস্কেচে আঁকি , সেভাবে ধরা দেয় না।


#
একই আকাশের নীচে বৃষ্টি করুণা লেপে
আমরাও ভিজি একত্রে


ছোট ছোট নজরদারি আর পাহারা ভেঙ্গে।


#
অমন চোখের পাতা ছুঁয়ে দিলেই মেঘ ডেকে ওঠে
আত্মম্ভরি তোর!


বহু বর্ষার জল লেগেছে বুঝি চুলে?