১)
কত আর পলাশ রেণু বইবে ব্যাবিলন বাতাস ?
মধ্য দুপুর, লু বইছে খানখান।
উড়ালপুল গল্পে উদ্বাস্তু শিবির খোঁজে
              টেরাকোটা সংসার।
যাদের ভাবি না তারাও আসে
             স্মৃতির পাল্লা ভারী হলে,
সন্দেহগুলো আসে বেবাক্‌, মিছিল করে


মনে পড়ে
আমাদের  সোনালী আড্ডার  দিনগুলো।


২)


লুকাই কারে?
ছলকে পড়া   চায়ের দাগ   শুষে নিচ্ছে
ক্ষুধার্ত কার্পেটের পাঁজর ,
স্বাগতম্‌’ বলেই ফেলেছে অতিথি ...
কপালের আর দোষ কি?


আমার সব ব্যথাই এখন ঈশ্বর !