জোয়ান রোদ , গন্ধ ভাসে জানলায় --
এই রোদটার জন্যই বারবার জন্ম নিতে ইচ্ছে হয়
দুপুরবেলার গোয়ালে,


হু হু  ডেকে ওঠা মনটা অমনি দূর ডাহুকের দেশ!


কললিস্টে যার নাম মুছে দেওয়ার ক্ষমতা নেই
তাকে কেন মনে পড়ছে এই অসময়ে?


গুটিকয়েক কবন্ধ পেন্সিলের টুকরোয়
গোপন ইরেজার হাতড়াই ,
বৃত্ত  মুছে  মুছে বিন্দুতে ফিরে যাওয়া
নতুন করে শেষটায়
              অথবা শুরুতে ...


যেখানে রূপান্তর নেই , রুপকথারা আসে ।