ভালো থাকা এক ছায়া অভিনয়,
বেজোড় ছায়ারাও দেখ লেপটে আছে গাছের শরীরে ।


নির্জনতা কি কোনো উপহাস?
এই তো বেশ আছি ,    ছিলাম
বিচ্ছেদের নীচে
             খোলা অংশটাই আকাশ ...


খুব রাত্তিরের দিকে
ভিজে হাওয়া দিলে  মনখারাপও একরত্তি কবিতা হয়ে ওঠে,
খুব রাত্তিরের দিকে
   আবেগের  মোম গলে , দুরত্ব আঁচে  ভিসুভিয়াস


খুব রাত্তিরের দিকে ...


ভোর -ভোর এক নদী কাঁপন লাগে-
একলা পাথর হয়ে ভাসি
সূর্যোদয়ের জলে ...


   যে ঘাটে রাধার রমণ ।