এত প্রশ্ন ধূলোয়!
হাঁটতে ইচ্ছে করে না ...
লোভের আঙ্গুল ছুঁয়ে পরশমনি
ঝাঁ চকচকে আবাসনগুলো  গিলে খেয়েছে
    স্কুলের মাঠ ...খেলপথার*


ওই যে ডাহুকের ডাকে কুহক জেগেছে ... কথার ঝুমুর
মায়ামাখা রোদ্দুর
        মেখেছ গায়ে
হিসেব মেলে না ... কিছু দীর্ঘশ্বাস উড়ে যায় যাক্‌
বিদ্যুতের তারে
    বিষাদ-বুদবুদ ছুঁয়ে থাকো ...বুলবুল
আর কয়েতবেলের গন্ধটাও


একদিন বৃষ্টির স্বরে ঠিক ডেকে নেব তোমায়
চেনা শ্রাবনে।



*খেলপথার (অসমীয়া) >খেলার মাঠ