১)
ল্যাটেরাইট ত্বক শুষে নিতে চাইছে বৃষ্টির আগাম ...
আশ্বাস ছুটে যাচ্ছে ভারহীন , ভরহীন  
       অথচ আশ্চর্য মথ উল্লাসে
গ্লাসে রঙ্গিন পানীয় ...ব্ল্যাকবেরি
যন্ত্রনাকে বল চিয়ার্স । দ্বিতীয় মন্থনের গরল আত্মশুদ্ধি।


২)
অতীত এক চোরাস্রোত
টেনে নিয়ে যায়  বন্ধ দরজায় যেমন পড়ে থাকে থ্যাঁতলানো আলোর নিয়ন
যত ভাবছি ভোলার কথা
শরীরের পাশে নিভু নিভু  জ্বলছে  দু-মুখো জোনাকি।
একবার স্রেফ কাঁপা গলায় 'হ্যালো' বলতে চাইলাম...


৩)
ভাঁজ খুলেও ছোট্টই থেকে যায় রুমাল , কিছু কথা আর দাগের ভেতর গতজন্মের
ফরাসি গন্ধ ,
কাঙ্খিত উষ্ণতা পেলে আমরাও পুড়ি অনলাইন ... যাপনচিত্র।আমাদের ছাইয়ে আসক্তি।