১)
চারপাশ থেকে উঠে আসছে ভাবনারা
             নানারঙের  বোতামবিলাসের দিকে,
ভেতরকার মৃত্যু দেখেছে কি কেউ?
একই আয়নায় মোট  কতবার জন্মালে?


২)
মেঝেতে খড় ফেলে যাচ্ছে  ঘুলঘুলির চড়াই।
পরিচয় লিখি  ভুল বানানে । পায়ের নীচে সাঁকো নদী ... স্রোত
স্রোত ...  ভঙ্গুর ...
          পারানিবেলা  আর কতদূর?


৩)
দুপুরের নিবিষ্ট চোখ, হাতের ভাঁজে খিদের গন্ধ , তৃষ্ণার্ত কেউ মুখ রাখে নদীর ফাটলে ...
নারকেল পাতার ছাউনিতে ফোঁটায় ফোঁটায় রাতের হিম
আড় ভেঙ্গে ঠোঁট মুছে উড়ে যায় তরুণ মাছরাঙ্গা,
                          নির্ঘাত   জেলেপাড়ার দিকে।