১)
কালি ফুরোবার আগেই ভোর হচ্ছে--
ছাদে ভিজে কুয়াশায় লেপ্টে আছে দোলনা মই, দড়িতে সায়া শাড়ি
আর পায়জামাগুলো .........
ভাঙ্গা টবে ফুলের অংশবিশেষ  ...এখনও ঘুমিয়ে।
পাথরকুচিতে বৃষ্টিরেণু , ভুঁই কুমড়ো লতায় ঢাকা টালি ছাদ  
রাতজাগা  তন্দ্রায় ঝিমিয়ে পড়া ঝিঙেফুল।


ইদানিং তোমাকে লিখে লিখেই ভোর হচ্ছে প্রতিদিন।


২)


আকাশ খুব নিচু হয়ে এলে এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে।ধানের শিষ দোলে বিদেহী আত্মার মত।


কাছেপিঠে জলাশয় নেই তবু
পাতার কার্নিশে এসে বসে মাছরাঙা অর্বাচীন, লাল নীল দ্যুতি ফেলে উড়ে যায় আচমকাই
এগুলোই আসলে ছলনা
পায়ের ছাপে পড়ে থাকে দোআঁশলা সম্বোধন!