বাসি কথাও সহজ লাগে উপমা ফুরিয়ে এলে।


সদ্য তেজ হারালো আশ্বিনের   বে-আব্রু রোদ,
বাদামের খোলা উড়িয়ে গিয়ে কার্ত্তিক বাতাস
ঝুঁকে যাওয়া রেলিঙগুলোকে  কিছু বলে...


সাদাকালোয়  প্রকৃত ক্যানভাস --


আলোর মালায় পাইথন
ট্র্যাজিক শব্দ ছুঁড়ে আকাশের দিকে।


আজও  নদীপারে এলেই আস্তিক হয়ে উঠি


ভাসানের পর শতভাগ হীন মানুষ  খুঁজি দেবতা নিংড়ে!