বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি
যতবার কেব্‌লকারে মুখোমুখি হয়েছি
        কোনো ঋজুগাছের সাথে ...
মনে হয় সবটাই ভান ছিল।


সহজ কথার হাজার মানে বোঝে কেউ
সরল ঝোপকে কেন্দ্র করেই যত বিতর্ক,
আলো ভেবে ল্যাম্পপোস্টের গায়ে
   ট্যাটু আঁকে মথযুবতী।


অসময়ের বৃষ্টিতে ভেসে যায় আলুক্ষেত
মাঠজূড়ে  শস্যের নিধন,
ভুট্টাক্ষেতে একই থালায় আলুভাতে
ভাত মেখে খেয়েছি আমরা
        আমি
এবং খনিজ ঈশ্বর!