ট্রাপিজের পথ ধরে মৃত্যু আসে প্রতিরাতে।


তাঁবুর দেয়াল ভেঙ্গে ফেলছে সার্কাস,


বাইরে ভিতরে তছনছ,


খেলার পুতুল ভেঙ্গে দিচ্ছে এক লাল ষাঁড় ...


দুঃখের সাথে মিশে আছি সঠিক আলপনার মত


শীতপ্রধান শহরের চারাগাছগুলোও রাতারাতি প্রবীণ হয়ে যায়
তুষারপাতের সন্ধ্যায়...
যতটা জানি
প্রথম ভালো থাকা ছিল আমাদের যৌথ আয়নায়।