প্রতিবার ঠোঁটের ফাঁকা অংশে স্বরলিপি নিয়ে ফিরছে পাখি
সুরহারা পিয়ানোয় খুঁজে খুঁজে বসছে উল্লাসে,


বিষাদ মর্সিয়া গাইছে বিরান জঙ্গল
লুব্ধক আলোয় পথ দেখাচ্ছে
        শ্মশানের সাপনালা।


জীবনের বিনিময়ে  যারা  যারা জেগে থাকে—
বালি
     বন্দর
          আশা
এবং প্রার্থনা।


কিছুটা  তারিফ
বোঁটায় ফেলে যাওয়া শুকনো ফুল,
                      
                ন্যুনতম ভালোবাসা...


অতঃপর
ঋতুবদলের দিনে একা হওয়া
এই অনাদর যদি জলশূন্য হত।