দূরবীনের মধ্যে গা ঘেঁষে দাঁড়ায়  
                       বহুদুরের আফিম ক্ষেত,
দূর মানে কতদুর , কে জানে?
প্রত্নে ও পিপাসায়
       পাথরের বয়স বাড়ে শুধু...


পুরনো অতীত পিছু ছাড়ে না যেমন,
এই ফিরে আসাও অন্যায়।
ক্লাইম্যাক্সের ভেতর ঢুকে পড়ে
অপ্রত্যাশিত ঝড় ,
উড়ানবিল পেরোয় দুরান্তের  পাখিরা ,
প্রলয়সন্ধ্যা
বাঁশপাতার লন্ঠন ,     ঈষৎ ঝুঁকে যাওয়া
ততক্ষণে  তুমি জোড়া লাগাও ভাঙ্গা বাসর
                                       অন্তিমে।