ঘুমের মধ্যে আওড়ে যাচ্ছি শতনাম
কথাতেই হারিয়েছি সব,
নাও ডুবেছে গাঙশালিকের জলে
কাগজকলের নিচু জমিনে
পরকীয়া শেষে দ্বিখন্ডিত হচ্ছে  ইহকালের যত ফুল।


***
পুরাতন সবই শুভ--
দমবন্ধ কেঁপে ওঠে মায়াময় শোক,
কালবেদিতে গচ্ছিত সাদাকালো ফুল,
পরিষ্কার বোধগম্য হয় না
এক পান্ডুরলতা আটকে দেয়
নতুনের গৃহপ্রবেশ!


অতঃপর  একটু থামো,
দরজার ওপাশ থেকেই ফিরে যাচ্ছ যাও , রক্তগন্ধে উর্বর
সম্পূর্ণ দাবী নিয়েই ফিরে এস, আরেক যুদ্ধে
অভিমান কোনো যোদ্ধার সাজ নয়।