সাতের নামতা পড়ছে বৃষ্টিধারা
বৃষ্টির মধ্যে প্রথম বাড়ানো হাত কার ছিল কে জানে..
দুইয়ে বাহু তুলেছে অশ্বত্থ চারা
তুমি বলেছিলে রুপোলি বাণের এত ক্ষমতা...
মাঠঘাট হেসে উঠতেই তুমি চলে গেলে
সেই প্রেম থেকে বিরহে আমি
চোখে জল নেই,
স্ফটিকস্বচ্ছ এক আকাশবার্তা নিহিত রয়েছে
বাঁচিয়ে তুলবেই ঘনঘোর বনসাই।