হাড়কলংকিনী বাঁশিতে ঘরছাড়া হয়।
পোড়া কপালে এত বিরহ কি সয়?
বল পোড়া কপালে...?
রজ্জুতে জানি হয় সর্পভ্রম
নোয়াপলাও কেন লাগে শিকলির মতন
আউলিয়া বাঁশিরও কি গো কিছু হয়?
বল বল
ছোঁয়া দোল দোলা দলছুট ওই কুঞ্জ বনে কি প্রতীতি হয়?
দেহের তাপ-উত্তাপে শিকড় গেঁথে দেয় কৃষ্ণনাম
কাম নেই তবু কামের দিব্যি
সে ছেয়ে গেছে ধরাধাম
বল বল  বিধুর হে বাঁশি
তার ছলনা বড় বেশি ভালোবাসি
সুদুর মাধব হে