১)
নিজের শবদেহে  নিয়ন্ত্রণ নেই,
জীবনের উপর তো আছে
ভালোবাসা, মন্দবাসা  নেবে সবই
তবে ছোঁয়াচ বাঁচিয়ে।


২)
প্রথমতঃ আমি
দ্বিতীয় তুমি
একতিয়া অনুগামী
তৃতীয় কে সে?
মনের এলাকা ত্রিভুজপ্রবণ
তাঁবু খাঁটিয়ে বসে!


৩)
প্রশ্নে প্রশ্নে হাজারো ফুল ফুটে গাছে নিত্যদিন,
প্রদীপের লেজ ঘষলে কেন আসে না সে আলাদীন?


৪)
কৃষ্ণপক্ষের আঁধার মেখে আলো অযান্ত্রিক,
নিষাদ আগুন উস্কে দেয় বিরহ বল্মীক।
লাগাম পরিয়ে আনতে বশে
অস্থির মনটাকে,
কার লেখাতে নেব শরণ
খুঁজছি বইয়ের তাকে।


৫)
বোধ থেকে অবোধ, চেতন থেকে অনবধান
ই-যুগের মানুষ আমরা, নব্য কালাও ধনবান।
............