দূরত্বটুকুই পার হতে হয়।  অন্ধ হওয়ার আগে
স্থায়ীত্বে বাসা বাঁধা বারণ।
পরিযায়ীদের কোন দেশ নেই ,গ্রহের ফের নেই,সীমান্ত চিহ্ন অথবা
লক্ষণরেখা...
বরাতজোরে  টিকে যায় যারা
-তাদেরও নির্বাসন শুনি।।


প্রাচীন পৌষেও ঘেমে গেছি--
সবচাইতে' কাছের তারাটির জ্বলজ্বলে ওম,সাথে প্রিয় অবসরযাপনের দিনগুলি
ভাগ করে নিচ্ছি রাতের ট্যাভার্নে...


পার্বণের পুলি-পিঠে ভাজার সর ঘনীভূত হচ্ছে
              দূর কোথাও মধ্যবিত্তের হেঁসেলে।