ফেনাজলে জন্ম নেওয়া বুদবুদগুলো যেন আকস্মিক জিজ্ঞাসা।
মৃত্যুচেন টেনে দাঁড় করিয়ে গেছে ট্রেনটাকে কারা
আমাদের তো কোথাও যাওয়া নেই
জুনিপারের ওই
ছায়াটুকু ছাড়া।
......

ভাঙা আয়নায় ধেবড়ে যাওয়া কাজল
ঋণখেলাপী  সন্ধ্যেগুলোয় ...
রাত একটা সংখ্যার মতই উপেক্ষিত আজ।
অন্ধকার গলি বেচে দেয়।
ভোর তার পুরনো অধিকারে হেঁটে আসে... ভোর
তুষের আগুনআঁচ তো নয়
ঘাসের মত বারোমাস
কান্না-উপুড় একটা
ভেজা বুক চাই তারও।
....................................