কিভাবে ঘোলাটে সমুদ্র তৈরি হয় কাঁচের গ্লাসে-
সফেন দুধের ভেতর সিলভারের  চামচ
আলতো আবর্তিত হচ্ছে
                মন্থন মুদ্রায়,
ঘোরলাগা সন্তানের চোখ যেন
                 নধর পাখির বাসা...
স্বপ্নেরা ফিরে ফিরে আসে অনুক্ষণ ,মৃদু
             ডানা ঝাপটায়
কিছু ঘাস স্পর্ধা মেলে দেয় পাতা-ঢাকা রোদ্দুরে,
খেঁজুর গাছের হাঁড়িতে চুঁইয়ে পড়া নরম লোভ ...


এমন সব দৃশ্যের জন্য রোজ জন্মাই, রোজ মরি।