আর চৈত্রের তাপ  যত তীব্র হয়ে ভর করবে বাতাসে
বসন্তের আয়ুও  ফুরিয়ে আসবে তত
এদিকের গাছে কাঁঠাল এলে ওধারের খেজুরবনে
খেজুর ঝরে যাবে সমস্ত


একের অন্তে অন্যের শুরু.. লঘুবৎ গুরু
জীবন যেমন-রকমারি জাগলার
কালোরাত ছাপিয়ে জমাট বাঁধতে থাকে


অন্য ভোরের সাদা কুসুম.. সুজাতা ঘ্রাণ
..................