যখন লাল বাসটি টুক্‌ করে তুলে নেয় সকল নৈশ যাত্রীদের
হুড়োহুড়িতে জুতোর দাগ,  অবিন্যস্ত বালিতে শিল্প
মনে হয় মহেঞ্জোদারো –হরপ্পার লাস্ট সিনে পড়ে আছি,
ন্যাড়া বাওবাব তবু
গাছেদের কুন্ডলীতে  লেখা নেই-
'বিনাশ'
....সে তো মানুষের!


মনে পড়ে...
সহপাঠীর রাফখাতার শেষ পাতা ছেঁড়া প্লেনটা, প্রকান্ড হুস শব্দে কবে যেন উড়ে গিয়েছিল মহাশূন্যে একদিন।স্নানের জলে ছায়া ফেলত যে হতভাগা, শূন্যকুম্ভ গাছতলায় রেখে সেও তন্‌হা দীঘি হয়ে গেছে একা সন্ধ্যায়।
টিফিনবেলার ভাগাভাগি, সে সব ক্ষয়,
ব্যর্থতা সঞ্চয়
এখন স-ব পুষিয়ে নিতে পারি
স্লিপিং পিল- এ।