অলৌকিক প্রত্যয়ে বৃষ্টি নামে


আলকুশির লতা বেয়ে জল..


এই শহরও একা আছে আমাদের মত


পূর্ণ শ্বাস নিতে কষ্ট হয়


গভীরে জমে থাকা ভয়
মাথা নিচু করে বসিয়ে রাখে অন্ত্যজদের মত


তবু
ঘুরে দাঁড়াতেই হয়


আজীবন থেকে আ' সরিয়ে জীবন বাঁচিয়ে
ঘোলাটে পথ এঁকে নেয় নদী সাঁকোতলে