প্রথম শালুকে
বাসনা,কতদিকে
      ছড়ায় জানি না।

দুইয়ে চাঁদ নিরখি,
দোতারা বুকে বাউল
        ছদ্মবেশ খাঁটি।

তৃতীয় স্পর্শে
মন আতঙ্কিত, পাছে
       মরণ ভাইরাসে।

বিঁধলে চার শব্দে-
ভালোবেসে দিলে সব
           অস্ত্রই হয় মিথ্যে।

পঞ্চমে আসক্তি-
প্রেমহীন  ভালোবাসা হলে
                পাব না মুক্তি।

ষষ্ঠ ইন্দ্রিয়
গহনে আলো আনে,
           চিত্তবিকারও..

সপ্তম সুর বৈরী,
দরজায় খিল এঁটে  বোবা
           বসন্ত পার করি।

অষ্টম পথ ছুঁয়েছি,
জীবন কি জানার বেশি
         অহম্‌ ছেড়েছি।

নবমে বাঁধি
খড়,ঘরামির মন-ছোঁয়া
           আবেগের সঙ্গী।
১০
দশম রহস্য
নদীগুলি, বাঁক  মেলাতেই
          ক্রমে অদৃশ্য।