আলুকাবলি মাখা ফুচকার জল লাগা পৃষ্ঠাটা দৌড়ছে গলির হাওয়ায়
চমকে উঠি
ওটা আমাদের না
চেটে চেটে ঝালের জিভটা লংকার ময়াল
দেখাত না?
শেষ কবে জানি?
পার্কে ঐ বেঞ্চটা এখনও ভিজে কুয়াশায় তেমনি
দুটো পুতুল কাঠ-কাঠ এখনও বসা
বাদামখোলায়  তেমনি ঠোকাঠুকি
স্বপ্ন বোনা


মোটকথা  তার কাছে যাওয়ার মত আর সন্ধ্যা আসে না
সেও যে আর ডাকে না তেমন