এই তো বেলায় বেলায় বেশ আছি-
আমজনতা শিখন্ডীবৎ
জটিল সমস্যাগুলি প্রত্নঘরে
মরে পড়ে আছে বহু দূর্লভ প্রজাতির মত!


মায়ের  তাবিজ-তাগা ছুঁয়ে গেছে  
ক্লীবের অভিসম্পাত
রাহুর জন্মশত্রুতার  ফাঁড়া অল্পবিস্তর কাটিয়ে উঠলেও
আসন্ন হিমকাল ভেবে
শিরদাঁড়াটা নিয়েই চিন্তায় আছি।