আঁকশি বুকে মহিমা কুড়োয় চাঁদ গনগনে ফ্যানভাতের
আলোয় আলো ফেলে,
মানুষ জিতছে
মানুষই জিতছে শুধু যুদ্ধে ও
প্রেমে, পরাজয়ে
খিদে তো জেতে নি


মনেহয় মেঠো নির্বিষ সাপের গর্তে হৃদপিন্ডটাকে খোলা ছেড়ে দিই


সর্ষেবীজ বুনে দিই রাবারচাষের বাগানে
ধোঁয়ার  হ্যালুসিনেশন,
অসংলগ্নতা কাটিয়ে চিলচিৎকার দিই
কানের পাশ দিয়ে চলে যায় দেবতা
কন্ঠনালীতে মিশে আছে যে
'অস্তিত্বহীন'
বলা ভালো
এ সহাবস্থান সিমবায়োসিস।