গোড়া শক্ত করতে যেমন পাথরের আড়াল নেয় সামান্য পাথরকুচি
নিজের দূর্বলতা প্রকাশ্য করে লুকিয়ে রাখতে হয় সবল দিকটি,


সময় দেখাবে দীর্ঘ চুপ আসলে কি!
আর দক্ষিণের বারান্দাটাও...
জলহীন কলঘর শুকনো মুখে দাঁড়িয়ে, জড় একরকমের আঘাতও!


সেতারের সন্ধ্যা ফিরে এলে টের পাই
তীব্র ঝালায়
অস্পষ্ট হয়ে যায় সংসারের চৌকো আদিখ্যেতা
অস্ফুট দোষারোপগুলি


অগভীর কাঁটা কিছু,উড়িয়ে দিলেই মুক্তি...
দাও তারে


..................