বসন্ত পিছু ছাড়ে না,হয়গ্রীব শীতও...
একদিকে কোকিল ডাকছে।  অন্যদিকে হিমশ্বাসে
বরফ জমছে পাঁজরে!


সিঁদুরে পলাশ     হাজারবছরের সম্পর্কহীনতায়
মোহের আবির ছড়াতে চায়,
বেহায়া শীত তখনই মাধুকরীর তৈজস হাতে
দোরগোড়ায়


এ বসন্ত হয়তো তার জন্মমৃত শ্লোক
জাগাবে ,জাগবে ফের ফাগের রোমাঞ্চভরা
সনাতন দোল


-------------------