সন্ধ্যার ঊনদৃশ্য থেকে ছিটকে যায়  যাবতীয় সারকাজম
অন্ধকারে কিছু একটা ভেংচি কেটে যায়- বাদুড় বা চামচিকে হয়তো


তীব্র অসহায়ত্ব আসে জীবনে,আমরা তখন দল বেঁধে উপাসক হয়ে যাই
অপরাধ নেই বিশেষ,
শুধু পরিত্রাণের প্রার্থনা,লক্ষ কিউসেক  গলন্ত মোমের আভায়
ক্ষমা
ক্ষমা
ক্ষমা
ঈশ্বরমন গলে না
আর্ত রোনাজারিতে...


তবু তাকে রাখতে হয় হৃদয়হীন অভ্যাসে,
অদৃশ্য হুমকি আছে