বর্ধিত  সুখ কাকে বলে?
গারবেজের জমাজলে শালিক-বৌয়ের স্নান দেখি, পাটরানী হওয়া
এখনও স্বচ্ছতাকেই ঈশ্বর মানি।


কেউ পাথর মাড়িয়ে যায়, কেউ দেয় দেবতার অধিকার
আমাকে ছুঁয়ে থাকে পাথর-কোয়ারির নির্জনতা


জীবন এমনই---
পাখি ও মেঘের বুননে একটু আসমানি হতে চায়,  


বাদলাদিনের কোন অনুবাদ হয় না, জমাট আকাশের
দেরাজ খুলে বেড়িয়ে যায় ছায়াছবির হিট গান,


হাইগেনের ঘড়িতে দোলা দেয়
শূন্যতা ও শিস


সাজানো বাড়ির ফ্রেমে
আজাদীর বোল গেয়ে ফিরে অস্থির পায়ের ঘুঙুর।


সহসাই সুখের উপমা পালটে যায় কোনো প্রাঞ্জল মুহুর্তে ।
                  ...