চারকোনা বর্গক্ষেত্র থেকে দেখি রুমাল সাইজের আকাশ---
নিত্যদিন জলভাত গেলার মত এরও কোনো গল্প নেই।


জীবন মানেই কি বুজরুকি?  মানি না
অ-সুখেরও অসুখ হয়, ব্লু -হোয়েলের নাম করে কারা করে  আত্মপ্রতারণা?
ভেবে পাই না।


ইন্‌সমনিয়া নামের এক আহত পশু গজরায়
আঁচড়ে কামড়ে শেষ করে দেয়
রাতের জঠর,


সুখ নামের হরবোলা পাখি ডেকেই যায় রিট্রিট্‌ রিট্রিট্‌
শহরের প্রাণকেন্দ্রে


বিজ্ঞাপণের মেয়েটা আজকাল বাড়ি ফেরে না।