অতঃপর অন্ধকারের বাহুতে মাথা রেখে
সুপ্তিভাঙা ঝিনুক ঠোঁট চেটে শুষে নেয় রেবতী জল


তরুণ চাতক চেয়ে চেয়ে করুণাপ্রার্থী


হাঘরের নিয়তিই সম্বল
অথচ খাতিরের শীর্ষে গিয়ে নৈবেদ্যর ন’ফলাটি
ছিনিয়ে নেয় অন্য কেউ


স্বপ্নের ছিটমহলের বুর্জোয়া দখল নেয়
বুভুক্ষু কাক ও রাজশকুন শয়ে শয়ে।
............