স্বপ্ন দেখাও তাই দেখি
স্বপ্ন হল প্যারানরমাল শুশ্রুষা


স্বপ্নে দেখি বর্ণিল কাঠের  লামাবাড়ি...দোতলা


ফ্রয়েডের চশমা দিয়ে দেখলে
স্বপ্নের অপব্যাখ্যাও মেলে না
দিনের নিহিত সব ছাপ ফেলে অবচেতনে,
বৃত্তাকারে তাই সাজাতে
বিনিদ্রকে ডাকছে 'আয়' ঘুমের বড়ি
ছোট গোল,বর্ণ কিঞ্চিৎ হলুদাভ...


বাতাসের আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছে আগুন মঞ্জরী
কারও পৌষমাসে,কারো সর্বনাশে