ষোলো কোটি তাজা প্রাণ
এক আকাশ জল হওয়া
এক মাটিতেই নাড়ীর টান।
তবু কেন তোমার দুখে
আমার কোনো কষ্ট নেই?
স্বার্থসুখের নোংরা খেলায়
জিম্মি করি তোমাকেই।
আমরা যদি না জাগি
মিলবে কি এই পথের শেষ
এ দেশটাতো আমাদেরই
আমরাই বাংলাদেশ।
বন্ধু জাগো তাকিয়ে দেখো
স্বপ্ন কেমন রঙ্গীন হয়
অন্যের জেগে ওঠার আশায়
ভুলেছো কি সূর্যোদয়?
পক্ষ নিয়ে করছ যখন
একগুঁয়েমী মুর্খতা
সেই বোকামীর সুযোগে কেউ
নিচ্ছে লুটে ক্ষমতা।
দ্বিধা ঝেড়ে আওয়াজ তোলো
সত্যের জয় নির্বিশেষ
দেশটাতো আমাদেরই
আমরাই তো বাংলাদেশ।
বন্ধু এখন জাগার সময়
চোখ বুজে থেকো না
বীর বাঙ্গালী গর্জে ওঠো
গড়ো তোমার ঠিকানা।
তুমি আমি আমরা মিলেই
ঘুচাবো এই লজ্জা ক্লেশ
এ দেশটাতো আমাদেরই
আমরাই বাংলাদেশ।"