চোক্ষু মেলে দেখি আমি
              দেখি যার ছায়া ।
নিরবে একলা কাঁদি
                হাসি টুকু মায়া ।


নিরব-নির্জনে  একলা
                 মুয়ে থাকা-বিশিষ্টতা ।
অধীর আগ্রহে ,
                একটু কাছে আসা ।


স্বপ্ন পাখায় ডানা মেলে
                   এঁকে যায় পাতা ।
স্বয়নে-স্বপনে দেখি
                 চোখ টানা-টানা ।


মহানিশায় কালোর আধারে
                   জলের ঘাটে আনে পানি ।
একটু খানি চুমু দিয়ে যায়
                       নরম স্পর্শের হাত খানি ।


গভীর রাতে ঘুম ভাঙ্গে
               হাতে দেয় ফুল ।
ঈশ্বরের দোহাই দিয়ে বলে
                    বুঝোনা আমায় ভূল ।