বাদল দিনে রোদ্র উঠেছে
                     সূর্য দিল হেসে ।
মাঝি ভাই নাও নিয়ে
                      যায় ভেসে-ভেসে ।


লীল গগনে আঁধার কোনে
                 রশ্মি জ্বলে ক্ষনে ।
চারদিকে জলের মাঝে
                  পাতি হাস ভাসে ।


কৃষ্ণচূড়ার পাতার মাঝে
                 টুপুর-টাপুর বৃষ্টি ঝড়ে ।
ফুলেরা সব মুগ্ধ হাসে
                   চাঁদের কিরণ পেয়ে ।


ছেলে-জেলে খালে-বিলে
                   নেই পথ-ঘাট ।
একধারে ছোট ছেলে
               একধারে হাঁস ।


জ্বলের তলে একহাত
               বায়ূ মুক্ত বৃক্ষ ।
মেঘলা দিনে মেঘলা হৃদয়
                  মেঘাচ্ছন্ন অন্তরীক্ষ ।