ভোরের পাখির কলরবে
                         ঘুম ভেঙ্গে যায়।
মধুর সুরে,কমল ভাষায়
                     মিষ্টি গান গায়।


পূর্ব দিকে রবির মেলায়
                    শিশির ভেজা ঘাসে।
ছোট্ট পাখি দোয়েল নাচে
                        মনের দুয়ার খোলে।


দোর খোল,ঘোর গেল
                      খুকু মণি উঠরে।
ফুল ফোটে,জল ঝরে
                    ফুল কলি ফোটেরে।


গ্রামের নববধূ কলস নিয়ে,
                 যায় নদীর ঘাটেরে।
গান গায় গুনগুন--
                 নুপুর পায়ে হাঁটেরে।


উসকো-খুসকো চুল নিয়ে
                  দোলে যায় বাতাসে।
মাঝে মাঝে কাশফুল
                    বেধে যায় বেণীতে।


ভোরের আলোয় মন ভরা
                    অপরূপ মায়ার হাসি।
কি করে ভুলে থাকি
                    আমার গ্রাম্য স্মৃতি।