শীতের সকালে
                 চতুর্পার্শ্বে কুয়াশা।
হালকা শিশির বিন্দু
                ডগাতে জল ভাসা।


ছোট ছোট ছেলে-মেয়ে গায়ে
                   পশমি কাপড় পরে।
হীমের মধ্যে ভেসে ভেসে
                   কলমি লতা ছিঁড়ে।


দু-একটি ডিঙি নৌকা
                   সন্ধেবেলায় ভিড়ে।
মাঝিরা সব উতলা হয়ে
                      বসে থাকে তীরে।


রাত্রি হলে গভীর,
                    টিনের মধ্যে নীর।
টলমলে ঝরে যায়
                       শিশিরের নীড়।
  


মেদিনীতে আছে যেন
                  বিরাট জলের সিন্ধু।
প্রতিদিন ঝরে আসে
                         শিশিরের বিন্দু।


                                "সর্বস্বত্ব সংরক্ষিত"
                                      এস.এস.সি