আয় রে খোকা,আয় রে খুকি
গাই ফেব্রুয়ারির গান।
মুক্ত কন্ঠে জোড় তুলি
শহীদ ছেলের নাম।
চলো যাই ? গাই,
ফেব্রুয়ারির গান।


তোমাদের খুনে পেয়েছি
সুনীল স্বাধীনতা ।
তোমাদের ত্যাগে এসেছে মুক্ত
স্বপ্নের মাতৃভাষা ।
চলো যাই ? গাই,
ফেব্রুয়ারির গান।


ভুলিনি তোমাদের ভুলবো না কখনও
সজীব থাকিবে অন্তঃকরণে ।
তোমাদের কীর্তিতে সুখের ঘ্রাণ পাই
শিশির ভেজানো মুক্ত সমীরে।
চলো যাই ? গাই,
ফেব্রুয়ারির গান।


পাখির কোলাহলে শুনি
ফেব্রুয়ারির জয় গান,
কি মিষ্টি কুজন;
শহীদ ! তোমাদের-ই দান।
চলো যাই ? গাই,
ফেব্রুয়ারির গান।