"----- বন্ধু? ----


হে পতি!


যদি ঘোর অন্ধকারে তোমার মর্মর আওয়াজ শুনি।
তবে ইশ্বরের কাছে এটিই জিজ্ঞাসা করবো-
" এ কি আমার বন্ধু ছিল?"


তোমার জন্য লিখা কবিতা গুলো আজও অনিমেষে
রয়ে গেল।
বিশাল সমুদ্রের বিন্দু-বিন্দু জলকনা,
আঁখির দ্বারে স্যাতস্যাতে বিস্তৃত হয়ে রইল।
তোমার কি মনে হয়, আমি ভুলে গেছি? কেন
অবগুণ্ঠিত তুমি?


আমি তো নিমিষেই তোমাকে দেখেছি।
যদি সন্ধ্যা হয়,
জ্যোতি নিভু-নিভু করে,
ধ্রুবতারারা চুপটি করে চুপিসারে বসে থাকে,
যদি জোনাকি মেয়েরা
দীপ্ত প্রাণের মণিকারা
ক্ষোভ প্রকাশ করে,


অনন্তর নির্মল ছেলেটি তোমাকে চিনবেই।"